পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- অনন্য দেশনায়ক নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ২২ জানুয়ারি ভোরাই পাঠচক্রের উদ্যোগে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেদিনীপুর কলেজের সামনে নেতাজী মূর্তির পাদদেশে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় জ্ঞানেন্দ্রনাথ ভূঞ্যা এবং প্রাক্তন প্রধান শিক্ষিকা অলোকা ঘোষ মাইতি।এই পাঠচক্রের পক্ষ থেকে প্রতি সপ্তাহে নানা প্রগতিশীল সাহিত্য, মনীষীদের জীবনী চর্চার পাশাপাশি এধরনের নানা কর্মসূচী সারা বছর ধরে নেওয়া হয়। আজকের প্রতিযোগিতায় যারা নানা ভাবে সাহায্য করেছেন এবং এই প্রতিযোগিতায় অংশগ্ৰহণ করেছে পাঠচক্রের পক্ষ থেকে অভিজিৎ পাত্র, সৌমেন জানা, চিন্ময় ভূঞ্যা,সুরজ সাউ, টুম্পা গোস্বামী তাদের সকলকে অভিনন্দন জানিয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ভোরাই পাঠচক্রের উদ্যোগে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেদিনীপুর...