রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির।

0
169

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি ১১তম রাজ্য সন্মেলন উপলক্ষ্যে রবিবার একটি মিছিলের আয়োজন করা হয় বর্ধমান শহরের বড়নীলপুর,মোর থেকে কার্জনগেট অবদি এই মিছলটি হয়।সাওতালি নাচের মধ্যে দিয়ে এই মিছিলটি হয়।সন্দিপ রায় পঞ্চায়েত যৌথ কমেটির সাধারন সম্পাদক জানান এই মিছিলের মাধ্যম দিয়ে মূলত এই রাজ্যের শাসককেও বার্তা দিলাম যে সময় মতো পঞ্চায়েত নির্বাচন করতে হবে। পঞ্চায়েতের যে দূরাবস্তা ২০১১সালে বামফ্রন্ট সরকার যে গর্বের পঞ্চায়েত তৈরি করে গিয়েছিলেন সারা ভারতবর্ষের পৃথিবীর মানুষ পঞ্চায়েতকে দেখতে আসতেন সেই পঞ্চায়েত আজকে একটা ধ্বংসপ্রাপ্ত জায়গায় গেছে,আজকে এই পঞ্চায়েত কর্মীরা শুধুমাত্র নিজের দাবি দাওয়া নিয়ে সন্মেলন নয় এর মধ্যে দিয়ে রাজ্যের মানুষ যাতে নিজের ভোট দিতে পারে, গণতন্ত্রের হত্যা যেন না করা হয়। পঞ্চায়েত ভোট যেন অবাধ ও শান্তিপূর্ণভাবে করা যেতে পারে।