সংকট মেটাতে রক্তদান।

0
2296

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:- শালতোড় অঞ্চল পঞ্চগ্রামী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ও রক্তরেনুর সহযোগিতায় বাঘারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান হয়ে গেল।রক্তদান জীবন দান। চারিদিকে রক্ত সংকট। সংকটকালীন পরিস্থিতিতে এগিয়ে এসেছে জেলার নিতুরিয়া থানার ভামুরিয়া যুব কল্যাণ সমিতির নবতম শাখা রক্তরেনু।সদস্যদের উদ্যোগে মানুষকে সচেতন করে জেলার বিভিন্ন প্রান্তে চলছে রক্তদান শিবির। সংগঠনের সদস্যরা প্রতিজ্ঞাবদ্ধ এলাকায় কোন মানুষ রক্তের অভাবে সমস্যায় না পড়েন সেই লক্ষ্যেই শিবির । সংগঠনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী অনুপ মাজী জানান শুধু রক্তদান শিবিরেই নয়,২০১১ সালে এলাকার মানুষকে সংগঠিত করে মানব সেবার মন্ত্র নিয়ে ভামুরিয়া যুব কল্যাণ সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের জন্ম হয়। তারপর থেকেই সমাজ সেবামূলক নানা কাজে ব্রতী হতে পেরে নিজেদের ধন্য মনে করি। আজ প্রত্যন্ত গ্রামের মানুষ উদ্বুদ্ধ হয়ে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।রক্তরেনু দুই সৈনিক রাজু মাজী ও ভোলা নাথ জানান আমাদের লক্ষ্য মাসে দুটি শিবির করে সংকট মেটানো।ইতিমধ্যে নতুন বছরে দুটো শিবির করেছি। ক্লাব সংগঠন গুলিকে একত্রিত করে শিবির করবো। আজ বাঘারডাঙ্গা শিবিরে ৭৫ জন মানুষ রক্তদান করেন, তাদের মধ্যে ১০জন মহিলা।