জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ১২৬ তম নেতাজী জন্মজয়ন্তী দিবস

0
267

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে কোচবিহার জেলা জুড়ে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ কোচবিহার জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সামনে নেতাজি মূর্তিতে মাল্যদান করেন জেলা শাসক পবন কাদিয়ান। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ আরও অনেকে।

এ দিনের বিষয়ে কোচবিহার জেলাশাসক পবন কাদিয়ান জানান,, আজ আমরা জেলা জুড়ে এক শো ১২৬ তম জন্মজয়ন্তী দিবস পালন করছি জেলা জুড়ে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে করা হচ্ছে। আমাদের জেলায় যেসব স্কুলে জয় হিন্দ বাহিনী তৈরি করা হয়েছে সেইসব স্কুলের ছাত্র-ছাত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এবং বিভিন্ন অতিথিরা রয়েছে। তাদের নিয়ে আজ আমরা নেতাজির ১২৬ তম জন্মজয়ন্তী স্মরণ করছি। উনার দেখানো পথে আমরা যেন চলতে পারি সেই চেষ্টাই আমরা করছি বলে জানান তিনি।