আবদুল হাই, বাঁকুড়াঃ এখনো পৃথিবীতে এমন বহু মানুষ আছেন টাকা পয়সার অভাবে পাননা সঠিক চিকিৎসা। এভাবেই নিজেদের অজান্তেই অনেকেই আক্রান্ত হন কঠিন রোগে। চিকিৎসার জন্য যারা বিনা চিকিৎসায় প্রায় দিনের পর দিন শয্যাশায়ী । সেইসব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলো বহুরূপী মুখোশের আড়ালে দল। সোমবার বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাঁটি ব্লকের বনআসুরিয়া গ্রামের ১৫০ জন অসহায় মানুষদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা,দন্ত পরীক্ষা, রক্ত পরীক্ষা সহ অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মেডিসিন,দন্ত ও গাইনোকোলজিস্ট চিকিৎসকেরা ছিলেন। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুবই খুশি এলাকার মানুষেরা। বহুরূপী মুখোশের আড়ালের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ থেকে বিশিষ্টজনেরা।