পরীক্ষা মূলক ভাবে রঙিন ফুলকপি চাষ।

0
1434

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফুল কপির চাষ তার বহু দিনের। তবে তার নতুন নতুন চাষের প্রতি আগ্রহ নেহাত কম নয় তার। বিদেশি সব্জী, ব্রকলি, চায়না টমাটো, ক্যাপসিকাম সহ বিভিন্ন নতুন চাষবাস দীর্ঘদিনের নেশা পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের প্রমথ নাথ মাজি’র। বছর পচ্চান্নের এই চাষি এবছর পরীক্ষা মূলক ভাবে রঙিন ফুলকপি চাষ করেছেন। এক হাজার রঙিন ফুলকপি চাষ করেছেন। মূলত বেগুনী ও হলুদ রং এর ফুলকপি চাষ করেছেন পরীক্ষা মূলক ভাবে।প্রথমে কিছুটা ভয়ভীতি থাকলেও বর্তমানে ফলন উৎপাদন শুরু হয়েছে। পাশাপাশি বিক্রি করছেন পার্শ্ববর্তী যশোড়া, খুকুড়দহ, দেউলিয়া ও কোলাঘাট বাজারে বিক্রি করছেন। যথেষ্টই বাজারে চাহিদা রয়েছে রঙিন ফুলকপির এমনই দাবী করলেন কৃষক বন্ধু প্রমথ নাথ মাজির। বর্তমানে গড়ে ৪০( চল্লিশ) টাকা করে বিক্রি করছেন এই রঙিন ফুলকপি। প্রমথ বাবু জানান, এই চাষ করে রীতি মতোই খুশি। পাশাপাশি অন্যান্য চাষিরাও এই চাষ দেখে আগ্রহ প্রকাশ করছেন। আগামী বছর এই রঙিন ফুল কপির চাষ আরো বৃদ্ধি করবেন বলে জানান কৃষক বন্ধু। সব মিলিয়ে বৃন্দাবনচক গ্রামের এই প্রগতিশীল কৃষক বন্ধুর ক্ষেত পরিদর্শন করতেও আসছেন স্থানীয় উৎসাহী কৃষকেরা।