খয়রাশোল চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

0
231

ডেমুরিয়া, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা এলাকার খয়রাশোল চক্রের ৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল রুপুসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ডেমুরিয়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ফুটবল মাঠে। এদিন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন খয়রাশোল ব্লকের বিডিও পৃথ্বিশ দাস। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস কুমার মাহাতো সহ এই চক্রের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় CWSN সহ ৩৪ টি ইভেণ্টের খেলা হয়। প্রতিটি ইভেণ্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য,খেলাধূলা ছাত্র জীবনে এক অবিচ্ছেদ্য অঙ্গ। খেলাধূলার প্রাথমিক উদ্দেশ্য হল শরীর এবং মানসিক গঠন সুস্থভাবে বৃদ্ধি করা। খেলাধূলার মাধ্যমে শুধু শারিরীক পরিবর্তন ঘটে তা নয়, মানসিক পরিবর্তনও ঘটে। খয়রাশোল চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আশিস কুমার মাহাতো জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যাঁরা সফল হয়েছে তারা যেন সাব-ডিভিসন, জেলা স্তর এবং রাজ্য স্তর সব জায়গায় ভালো ফল করবে এবং ব্লকের নাম, স্কুলের নাম উজ্জ্বল করবে। তিনি আরও জানান, করোনা অতিমারির জন্য বিগত দু’বছর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারেনি। ফলে পড়াশুনাও বন্ধ ছিল। এমনকী খেলাধূলা থেকে দূরে ছিল। তাই এখানে খেলার মাধ্যমে তারা উৎসাহিত হচ্ছে, পুরস্কার পাচ্ছে এবং আনন্দ হচ্ছে তাদের।