ডিএসএ ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা।

0
183

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুরের ডিএসএ ক্লাবের উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বর্তমান ডিজিটাল যুগে কচিকাঁচারা মোবাইলের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। খেলাধূলা বা আঁকা আঁকির দিকে মন সেরকম নাই। তাই তাদের উৎসাহিত করতে ডিএসএ ক্লাবের পক্ষ থেকে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। মূলত তাঁদের মানসিক বিকাশের লক্ষ্যে এই আয়োজন। এদিন দুবরাজপুর শহরের ১৫০ জন ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল যেমন খুশি আঁকো। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হয়। তিনটি বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী ২৬ জানুয়ারি ডিএসএ ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানান ক্লাবের সদস্য তথা বিশিষ্ট শিক্ষক সৌমেন মুখার্জি। তিনি আরও জানান, আমাদের ক্লাবের পক্ষ থেকে এই প্রথমবার আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের ক্লাব সারাবছর বিভিন্ন সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। তাছাড়াও রক্তদান থেকে শুরু করে দুঃস্থদের বিভিন্ন রকম সমাজসেবা করে থাকি ক্লাবের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন ডিএসএ ক্লাবের অন্যান্য সদস্যরা।