নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-গত সপ্তাহে অনলাইনে প্রদান করা হয়েছিল টেন্ডার নোটিশ।কিন্তু তারপর থেকে এই টেন্ডারের অংশগ্রহণ করতে গেলে যে ডিসিআর এর প্রয়োজন সেই ডিসিআর কাটতে পারছিলেন না স্থানীয় ঠিকাদারেরা।অভিযোগ গ্রাম পঞ্চায়েত প্রধান বিভিন্ন রকম টালবাহানা করে স্থানীয় পঞ্চায়েত এর ঠিকাদারদের ডিসিআর দিতে।আর এর জেরে আজ পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার ঠিকাদার রা। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকা দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পঞ্চায়েত এলাকা জুড়ে। যদিও এদিন সকাল থেকেই পঞ্চায়েত দপ্তরে প্রধানসহ অন্যান্য আধিকারিকরা অনুপস্থিত ছিলেন। এদিকে আধিকারিকদের না পেয়ে সকাল থেকেই তালা ঝুলিয়ে বিক্ষোপ প্রদর্শন করেন এলাকার ঠিকাদারেরা। ঠিকাদার রা অভিযোগ তোলেন প্রধান মোবারক হোসেন কাঠ মানির বিনিময়ে নির্দিষ্ট কয়েকজনকে এই টেন্ডার পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। তাই বাকিদের বঞ্চিত করেছেন।যদিও এ প্রসঙ্গে প্রধান মোবারক হোসেন কোন মন্তব্য করতে নারাজ।
এ প্রসঙ্গে এক ঠিকাদার বাবর আলী জানান আমরা গত সপ্তাহে অনলাইনে এই গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কাজের জন্য টেন্ডার প্রকাশ হয়েছে দেখতে পাই। কিন্তু এই টেন্ডার জমা করার জন্য যে ডিসিআর কাটার প্রয়োজন সেটা কাটতে গেলে পঞ্চায়েত টালবাহানা করছে। আমরা এই প্রতিবাদে বিক্ষোভের সামিল হয়েছি।
এ প্রসঙ্গে বিডিও বিজয় গিরি জানান অভিযোগ হলে খতিয়ে দেখা হবে।