প্রকৃতি : রাণু সরকার।

0
310

তুমি নারী,
তুমিই প্রকৃতি সর্বগুণান্বিত।
কখনো উজ্জ্বল জ্যোতি ছড়িয়ে যায় তোমার রূপে,
আবার অন্ধকারময় কৃষ্ণাভতে ঢেকে যায়
কখনো তা৷

তোমার রূপে
স্নেহশীলতার পাশে থাকে প্রসববেদনাও,
রূপের মাধুরীতে জড়িয়ে আছে প্রেমানন্দ,
রাতের অন্ধকারে স্বপ্ন দেখা,
ভোরের আলো ফোটার আগেই তোমার অন্তর্ধান!

লীলাময়ী তুমি নারী-
অল্পক্ষণব্যাপী স্বপ্নে আবাহন করি,
তোমার রূপে নিমজ্জিত থাকি,
কখনো তিক্ততা জাগে সংসারে,
সন্তান না বুঝেও কোলে উঠে হাসে।

প্রকৃতির বুকে গাছ,
গাছের বুকে ফুল ফল না থাকলে মানায়?
শ্রাবণের বর্ষায় বা বসন্তে কখনো কখনো যৌবনদীপ্ত
ইঙ্গিত দ্বারা আহ্বান করা স্বপ্নে!
আকাঙ্ক্ষা জাগে নতুন করে নিবিড় সম্পর্ক
গড়তে!
কিন্তু চিরকাল অনাবৃষ্টিতে থাকা যায়-

তবুও তুমি সুন্দর-
তুমি নারী, তুমি প্রকৃতি,
অন্ধকারকে রাখো আড়ালে!