বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পুকুর থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার সকালে।

নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৪ জানুয়ারি:-  বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পুকুর থেকে কৃষকের মৃতদেহ উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার সকালে। ঘটনাটি ঘটেছে মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের সাঞ্জাইল গ্রামে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রাজবংশী (৫৮), বাড়ির সংশ্লিষ্ট এলাকায়। পেশায় তিনি কৃষিকাজ করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি চায়ের দোকানে চা খেতে যান এবং সেখান থেকে আর রাতে বাড়িতে যান নি। যার ফলে চিন্তার বিষয় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও ফোন সুইচ অফ পায়। অবশেষে রাত্রি দুটো নাগাদ তারা জানতে পারেন যে মৃতদেহ পুকুরে ডুবে রয়েছে। এরপর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মৃতদেহটিকে পুকুর থেকে উদ্ধার করে এবং মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে মাথায় চোট ও রক্তের দাগ দেখতে পান।
পাশাপাশি খবর দেওয়া হয় মালদা থানায়। মালদা থানার পুলিশ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে কৃষকের মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে কি কারনে একজন সাদামাটা কৃষককে খুন হতে হল এ নিয়ে কিন্তু ধোঁয়াশায় রয়েছেন সকলেই।
তবে পরিবারের দাবি, রাতের অন্ধকারে কেউ বা কারা প্রথমে বাঁশ দিয়ে আঘাত করে এবং তারপর গলা চেপে শ্বাসরোধ করে মেরে পুকুরের জলে ফেলে দেয় বলে অভিযোগ। এ নিয়ে পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া। পাশাপাশি তাদের দাবি অবিলম্বে খুনিদের চিহ্নিতকরণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে যেন পুলিশ। তবে এখনো পর্যন্ত মালদা থানায় কোন খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে খবর অভিযোগ দায়ের হলেই ঘটনার তদন্ত শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *