জলপাইগুড়ি,নিজস্ব সংবাদদাতাঃ- এক্সগ্রাসিয়া সিলিং নয় চার হাজার টাকা করা, নার্সিং হোমে চিকিৎসার সুযোগ বৃদ্ধি করা সহ ১৯দফা দাবী পেস গভমেন্ট পেনশনার্স এসোসিয়েশনের। মঙ্গলবার কেন্দ্র রাজ্যে পেনশনার্স এসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই দাবী সনদ পাঠায়।
এই দাবী গুলো প্রসঙ্গে এসোসিয়েশনের দুই পদাধিকারী বিপ্লব কুমার কর এবং পরিতোষ দত্ত জানান,
এই ১৯ দফা দাবির মধ্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগের ক্ষেত্র আরও যাতে প্রসারিত করা হয় এবং সকলেই সমান সুযোগ পায় তারও দাবী জানানো হয়েছে।