কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: পুলিশের পক্ষ থেকে ২৭ টি পার্কিং জোন করে পৌরসভার হাতে দিয়েছিল। পৌরসভার কর্মীর অভাবে সেই পার্কিং গুলো রক্ষণাবেক্ষণ করার অভাব দেখা দিয়েছে। সেই পার্কিং গুলোর মধ্যে ২৩ টি পার্কিং টেন্ডার করে পাবলিক কোন সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নিলো কোচবিহার পৌরসভা। এদিন কোচবিহার পৌরসভার বোর্ড মিটিং এ এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।
তিনি বলেন, পৌরসভার বোর্ড মিটিং এ বিভিন্ন এজেন্ডা ছিল তার মধ্যে কোচবিহার পৌরসভার ২৭ টি পার্কিং এর মধ্যে ৪ টি হাতে রেখে বাকি ২৩ পার্কিং টেন্ডার করে পাবলিক সংস্থার হাতে দেওয়া হবে। সেটা কোলে করলে আমাদের পৌরসভার কিছু আয় আসবে এবং বেশ কিছু লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি পৌর এলাকায় পার্কিং জোনের সমস্যা সমাধান হবে। রাস্তায় ভিড় হবে না সাধারণ মানুষের সুবিধা হবে বলে জানান তিনি।