পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কুয়াশাচ্ছন্ন রাত। আচমকাই রাতের নিঃস্তব্ধতা ভাঙে গুলির শব্দ। স্থানীয় বাসিন্দারাও কিছুটা হতচকিত হয়ে যান। নন্দীগ্রাম এমনিতেই স্পর্শকাতর এলাকা। গ্রামবাসীদের অনেকেই ভেবেছিলেন, হয়তো কোনও রাজনৈতিক সংঘর্ষের সূত্রপাত হতে পারে। ভুল ভাঙে কিছুক্ষণ পর। একটা গুলির শব্দের পর আবারও স্তব্ধ সব কিছুই। বেশ কিছুক্ষণ পর গুলির শব্দের উৎস সন্ধানে বের হলে গ্রামবাসীরা দেখতে পান একটি ফাঁকা এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর বাড়িও ওই এলাকায়। নন্দীগ্রামে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির দেহ। নাম দিব্যেন্দু মণ্ডল ওরফে দেবু (৪২)। জানা গিয়েছে, তাঁর বাড়ি নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের ৪ নম্বর অঞ্চলের ডি জ্যামতলা এলাকায়। তবে সবথেকে উল্লেখ্যযোগ্য বিষয়, এই ব্যক্তির বিরুদ্ধেই স্থানীয় বাসিন্দাদের বিস্তর অভিযোগ রয়েছে। অভিযোগ, এই ব্যক্তি চাকরি দেওয়ার নাম করে এলাকার অনেকের কাছ থেকেই মোটা অঙ্কের টাকা তুলেছিলেন। দুর্নীতি ইস্যুতে যখন তপ্ত বাংলা, একাধিক মধ্যস্থতাকারী ব্যক্তির নাম উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্যকর। ঘটনার তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ।
নন্দীগ্রাম থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ব্যক্তির দেহ এখন তমলুক সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এলাকাবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।