জরাবাড়ি হাই স্কুলের অফিস রুমের তালা ভেঙে কয়েক হাজার টাকা চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।

0
244

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- স্কুলের তালা ভেঙে চুরির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা বিধানসভার পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জরাবাড়ি হাই স্কুলে। ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাই। ওই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, আজ সকালে সরস্বতী পুজোর বাজার করতে যাওয়ার কথা স্কুলের শিক্ষক ও ছাত্রদের। কিন্তু সকালে বেশ কিছু ছাত্র সকালের দিকে স্কুলে আসে। তারা এসে স্কুলের অফিস রুমের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। পরে ছাত্ররা স্কুলের শিক্ষকদের ফোন করে বিষয়টা জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্কুল শিক্ষকরা,ভিলেজ পুলিশ- সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্য। পরে তাদের উপস্থিতিতে বাইরের গ্রিলের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখেন অফিসের ভিতরের আলমারি, লকার ও স্কুলের কম্পিউটার সব লণ্ডভণ্ড হয়ে রয়েছে। সেখানে টেবিল লকারে রাখা স্কুলের সরস্বতী পুজোর কালেকশন ও ক্রীড়া প্রতিযোগিতার কেনা কাটা করার জন্য প্রায় ১৫-১৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক ভাবে ধারণা স্কুলের লাইব্রেরির পাশে থাকা একটি গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে। দিনহাটা থানায় একটা জিডি করেছে বলে জানা গিয়েছে স্কুল সূত্রে।