প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দক্ষিণ সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে প্রায় এক মাস ধরে চলতে থাকা গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল খেলা হল। ফাইনাল খেলার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন সহ সকল বিধানসভার বিদায়কা প্রক্রিয়াপাল শাখরাইল থানা ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ ফাইনালের যে দুটি দল অংশগ্রহণ করল সেটি হলো বর্ধমানফাইনাল ফুটবল প্রতিযোগিতা উপস্থিত হলেন বিধায়ক ক্রিয়া পাল এবং সাঁকরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ এক মাস ধরে ক্লাব কর্তৃপক্ষরা ফুটবল প্রতিযোগিতা চালিয়ে আসছিলেন। আজ ফাইনাল খেলা দিনে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা গেল। বর্ধমান লোক ফুটবল সেন্টার ও রঘুদেব বাটি মিতালী সংঘের মধ্যে ফাইনাল খেলা হলো। দুই পক্ষের মধ্যে টসে জিতে বর্ধমান লোকও ফুটবল সেন্টার জয়লাভ করল। ফাইনাল খেলে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন, সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল, সাঁকরাইল থানা আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাইনাল খেলার দিন প্রচুর উৎসাহিত দর্শক ছিল খেলা দেখার জন্য। খেলা শুরু হওয়ার আগে পর্যন্ত ১৮০০ দর্শক ফুটবল মাঠে দর্শক আসন অলংকৃত করেন এমনই অভিমত ক্লাব সেক্রেটারি মসিরউদ্দিন লস্করের। বর্তমান প্রজন্মের ছেলেদের এন্ড্রয়েড ফোনে সারাক্ষণ ডুবে থাকার অভ্যাসকে দূর করতে এ ক্লাব ভবিষ্যৎ প্রজন্মের ছেলেদের খেলার প্রতি উৎসাহ দিতে ফুটবল কোচিং সেন্টারের আয়োজন করেছেন এমনই জানালেন ক্লাব সম্পাদক। এখন দেখার অ্যান্ড্রয়েড ফোনকে সঙ্গে নিয়ে গেমে মগ্ন থাকা ছেলেদের আগের মতন বাঙালির প্রিয় ফুটবল খেলা কে নতুন প্রজন্ম আগামী দিনে প্রতিভাবান ফুটবল খেলোয়ার হয়ে ওঠে কিনা সেই দিকে তাকিয়ে আপামোর ফুটবলপ্রেমী বাঙালি।