কেন্দুলী মেলায় জমজমাট সাহিত্য সভা।

0
433

সুদীপ সেন, বাঁকুড়া:- গ্রামীণ মেলার অর্থ হলো মিলন মেলা।

সেইরকম ই একটি গ্রামীণ মেলা কেন্দুলী মেলা অনুষ্ঠিত হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রান্ত ভূমি মোহন পুর গ্রামে।

গত ২২ শে জানুয়ারি এই মেলা শুরু হয়ে ২৮ জানুয়ারি শেষ হবে।

প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
তিনদিন ধরে অখন্ড হরিনাম সংকীর্তন , বাউল, তিনদিন ধরে নরণারায়ন সেবা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ মেলাকে ঘিরে বিকেল থেকে রাত পর্যন্ত নানা দোকানে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

এই কেন্দুলী মেলার অন্যতম আকর্ষণ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবসের দিন ২৬ শে জানুয়ারী।
এই সাহিত্য সভাটি এই বৎসর ৩৯ তম বর্ষে পদার্পণ করলো।

বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান জেলা থেকে প্রায় ৫০ জন কবি, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী মানুষ এই সাহিত্য সভায় যোগদান করে।

এই সাহিত্য সভায় সি, আই,ডি ,ইন্সপেক্টর, বাঁকুড়া ,পুরুলিয়া জেলা দায়িত্ব প্রাপ্ত অরূপ কুমার পাল, অধ্যাপক লক্ষ্মী নারায়ণ মন্ডল, কবি বাসুদেব মন্ডল, পার্থপ্রতিম মজুমদার, বিদ্যুৎ মুখোপাধ্যায়, অরূপ শান্তিকারী,সুনীতি গাতাইত,শুভম চক্রবর্ত্তী ,সোমনাথ মিত্র ও অসংখ্য কবি ,সাহিত্যিক উপস্থিত ছিলেন।

আলোচনা হয় সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে, স্বরচিত কবিতা পাঠ করেন বিভিন্ন কবি।

অনুষ্ঠানে পিয়ালী মিত্র উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।
মাধব মন্ডল তাঁর সুন্দর ঝুমুর সঙ্গীত পরিবেশন করেন

অধ্যাপক সোমনাথ মিত্র, বাসুদেব মন্ডল, জিমুত বাহন আচার্য্য এবং বিদ্যুৎ মুখোপাধ্যা়য়ের সঞ্চালনায় সাহিত্য সভাটি সমৃদ্ধ হয়ে ওঠে।