জপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।

0
335

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হল দেশের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে বৃহস্পতিবার জপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন জেলাশাসক মৌমিতা গোদারা। উপস্থিত ছিলেন জেলা পুলিস ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। কুচকাওয়াজ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুচকাওয়াজে অংশ নেওয়া পুলিস অফিসারদের অভিবাদন গ্রহন করেন জেলাশাসক। অনুষ্ঠানের মধ্য দিয়ে খোলা আকাশে রঙিন বেলুন উড়িয়ে দেন তাঁরা। এরপর ছিল শহরের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান।