আবদুল হাই, বাঁকুড়াঃ সারাদেশ জুড়ে চলছে বাগদেবীর আরাধনা। বিদ্যাবুদ্ধি, সঙ্গীত আর শিল্পের দেবী হলেন দেবী সরস্বতী। গ্রিস দেশের শিল্পের দেবী যেমন এথেনা, ভারতবর্ষে দেবী সরস্বতী। ভারতবর্ষের সকল শিক্ষায়তনে চলছে বিদ্যা সুন্দরীর আরাধনা। পিছিয়ে নেই আমাদের রাজ্য আর জেলা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শিমুলিয়ায় বাগদী পাড়া প্রাথমিক বিদ্যালয়ে এক নজিরবিহীন সরস্বতী পূজার দেখা মিলল। নজিরবিহীন এই কারণেই ধৃতি নন্দন নন্দী, দেবরাজ সাহা, এদের সকলের সাথে পুষ্পাঞ্জলি দিল আব্দুল আজিজ, শেখ আতিব ও রুশা পারভিন। একসাথে স্কুল যাওয়া, একসাথে বাড়ি ফেরা। তাই একসাথে সরস্বতীর পুষ্পাঞ্জলি কেন হবে না! ধর্ম বড় নয়, কর্ম বড়, মানবিকতাব বড়, বন্ধুত্ব বড় আর সর্বোপরি সবার উপরে মানুষ সত্য। যে নামে ডাকা হোক না কেন ঈশ্বর এক… এটা আর একবার প্রমাণ করে দেখালো আব্দুল আজিজরা। কোন ধর্মীয় সংকীর্ণতা নয়, মানুষ বড়। ঈশ্বর , আল্লাহ আর গড …. এক ঈশ্বরের ভিন্ন রূপ। আমরা সমাজে যখন ধর্ম নিয়ে মাতামাতি করি, ধর্মীয় বিদ্বেষে একে অপরকে সরিয়ে রাখে। সেখানে আশার আলো আব্দুল আজিজ, শেখ আতিফ, রুশা পারভীনরা। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ, মেরা ভারত মহান। বৈচিত্রের মধ্যে একতা ভারত ভারতবর্ষের ঐক্যের এক সুর।
Home রাজ্য দক্ষিণ বাংলা ধৃতিমান নন্দী, দেবরাজ সাহাদের সাথে পুষ্পাঞ্জলি দিল আব্দুল আজিজ, সেখ আতিব ও...