নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুই জননেতার স্মৃতির উদ্দেশ্যে আরম্ভ হল শান্তিপুরের আবেগ ২১তম পুষ্প প্রদর্শনী মেলা। এই মেলায় সাংস্কৃতিক মঞ্চ কাঁপাতে অংশগ্রহণ করতে চলেছেন এক ঝাঁক তারকা। আজ মেলার শুভ উদ্বোধন করতে হাজির হন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী তুলিকা বসু। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, পৌরসভার দায়িত্ব প্রাপ্ত আধিকারিক উদয়ন মুখার্জি, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ শান্তিপুর পৌরসভার সিআইসির সদস্যরা। সরস্বতী পুজোর দিন সন্ধার পর থেকেই জমজমাট হয়ে ওঠে শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানের পরেই বিশিষ্ট শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক মঞ্চ সংগীতে ভরে উঠলেও যুব সম্প্রদায় থেকে শুরু করে আপামর শান্তিপুরবাসীর কোমর দুলিয়ে গেলেন বিশিষ্ট সংগীত শিল্পী শিলাজিৎ মজুমদার । পুষ্প প্রদর্শনী মেলার প্রথম দিনেই শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে ছিল কড়া ব্যবস্থা, গোটা মেলা চত্বরে সিসি ক্যামেরায় মুড়ে রাখা হয়েছিল। ছিলো পর্যাপ্ত পুলিশ বাহিনী। তবে পাবলিক লাইব্রেরীর মাঠে পা ফেলার জায়গা ছিল না বললেই চলে। আজ পুষ্প প্রদর্শনী মেলার প্রথম দিনে যেভাবে জন সমুদ্র বয়ে গেছে এখনো বাকি তিন দিন। আগামী তিন দিনে শান্তিপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনের পুষ্প প্রদর্শনী মেলায় আসতে চলেছেন আরো এক ঝাঁক তারকা, যার অপেক্ষায় রয়েছেন গোটা শান্তিপুরবাসী। জানা যায় এ বছর শান্তিপুরের পুষ্প প্রদর্শনী মেলা শান্তিপুরের দুই জননেতার স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয়। বিগত বছর গুলিতে শান্তিপুরের প্রয়াত জননেতা অজয় দে এই পুষ্পমেলার শুভ সূচনা করেন। সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম কারিগড়। বর্তমানে পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ওই দুই জননেতার স্মৃতির উদ্দেশ্যে মেলার শুভ উদ্বোধন করেন। এখন দেখার আগামী তিন দিনে কতটা জাঁকজমক হয়ে ওঠে শান্তিপুরের আবেগ পুষ্প প্রদর্শনী মেলা।