ছাম নাচ সর্বপ্রথম হতে চলেছে জলপাইগুড়িতে।

0
468

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন দেশের বুদ্ধ পুরোহিত রা ছাম নাচের সেলিব্রেশনে এসেছেন।ছাম নাচ সর্বপ্রথম হতে চলেছে জলপাইগুড়ি তে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে।আজ থেকে এরসাথে চলছে বিশ্ব শান্তি রক্ষার জন্য বিশেষ পুজো। ভানু নগরের গুমফাতে এই পুজো চলছে।এইদিন দেছিং ছলিং গুমফাতে এই ধরনের বিশেষ পুজোতে অংশগ্রহণ করতে এসেছে কাঠমান্ডু,ভুটান,সিকিম ইত্যাদি জায়গার বুদ্ধ পুরোহিত রা । তিনদিন ধরে চলবে এই পুজো। আগামী 29শে জানুয়ারি বিশেষ এই পুজো শেষে ছাম নাচের আয়োজন হবে ভানুনগরের মাঠে ।যা প্রথম এই ধরনের নাচ বলে দেছিং ছলিং গুমফার সম্পাদক ঈশ্বর তামা়ং জানিয়েছেন।