নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ টোটো হরফ ও অক্ষর তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্যে এবছর পদ্মশ্রী পুরস্কার পেলেন টোটো সাহিত্যিক ধনীরাম টোটো। তিনি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়া বাসিন্দা। তিনি মাটির মানুষ।মনে মনে স্বপ্নের জাল বুনতেন যে,যদি পৃথিবীর সব জনজাতির পৃথক অক্ষর ও ভাষা থাকতে পারে, টোটোরা কেনো বঞ্চিত হবে? চেয়েছিলেন নিজেদের অস্তিত্বের জানান দিতে।তিনি শেষ অবধি করে দেখিয়েছেন। তিনি ৩৭ শব্দের অক্ষর রাশি তৈরি করেছেন।সঙ্গে টোটো সাহিত্যে প্রচুর কবিতা, উপন্যাশ ও রম্যরচনা সৃষ্টি করে টোটো সমাজে নিজেকে খানিক অন্য উপমায় নিজেকে প্রতিস্থাপন করেছেন আত্মভোলা গোছের মানুষটি।