জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- প্রতিদিনের মতো নদীতে স্নান করতে গিয়ে ঘরে ফেরা হল না বৃদ্ধার, নদীর জলে ডুবে মৃত্যু হল। শুক্রবার দুপুরে জলপাইগুড়ির ৯ নং ওয়ার্ডের পিলখানা সংলগ্ন করলা নদীতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম শচিরানি বৈদ্য (৮০)। প্রতিদিনের মতো তিনি এদিন স্নান করতে যান কিন্তু স্নান সেরে বাড়ি না ফেরায় বাড়ির লোকজনকে সন্দেহ হয়। আশঙ্কা করা হয় তিনি জলে ডুবে গেছেন। ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ির কতোয়ালি থানার পুলিশ। অবশেষে নদীর জল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Leave a Reply