বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরীর সাধারণ মানুষের দাবির সাথে সুর মেলালেন সুকান্ত মজুমদার।

0
171

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- বালুরঘাটে মেডিকেল কলেজ তৈরীর সাধারণ মানুষের দাবির সাথে সুর মেলালেন সুকান্ত মজুমদার। বালুরঘাটে মেডিকেল কলেজের দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন বালুরঘাট তথা জেলাবাসী। ইতিমধ্যেই জেলার এক নাগরিকের জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্ট বালুরঘাটে মেডিকেল কলেজের দাবির যৌক্তিকতা খতিয়ে দেখতে বলেছেন রাজ্য সরকারকে। এর মধ্যেই এদিন রাজ্যের বিরোধী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একই দাবি তুললেন।

এদিন বালুরঘাট জেলা হাসপাতালে অসুস্থ দলের এক কর্মীকে দেখতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান বালুরঘাট জেলা হাসপাতাল চিকিৎসকের অভাবে ধুঁকছে। চিকিৎসকের স্বল্পতার কারণে চিকিৎসা পরিষেবার ব্যাহত হচ্ছে। পাশাপাশি সামান্যকরণেই রোগীদের রেফার করা হচ্ছে অন্যান্য মেডিকেল কলেজে। ফলে বালুরঘাটে মেডিকেল কলেজ দ্রুত হওয়া জরুরি বলে মনে করেন সুকান্ত মজুমদার। তিনি জানান এখানে মেডিকেল কলেজ হলে স্বাভাবিকভাবেই চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং পরিষেবা ভালো হবে। মেডিকেল কলেজ তৈরিতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাসও দেন তিনি।