বৃহস্পতিবার রাতে মালদা শহরের যুব আবাসন সংলগ্ন ময়দানে বইমেলা প্রাঙ্গনে সমাপ্তি দিনে অভিনব অনুষ্ঠান।

0
634

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — বৃহস্পতিবার রাতে মালদা শহরের যুব আবাসন সংলগ্ন ময়দানে বইমেলা প্রাঙ্গনে সমাপ্তি দিনে অভিনব অনুষ্ঠান। মালদা জাগরন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা, সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ও মালদা বই মেলা কমিটির সহযোগিতায়, বইমেলার শেষ দিনে ১০ জন বই প্রেমী মানুষ মরণোত্তর দেহদান অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন এবং মেলা প্রাঙ্গনে হাতে-কলমে প্রাথমিক চিকিৎসার কর্মশালা। কর্মশালায় আলোচনা করেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা। ইঁদুর দৌড়ের যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে কর্মব্যস্ত মানুষের জীবন। অথচ তার অজান্তেই ঘটে চলেছে ছোট বড় নানা ধরনের দুর্ঘটনা। তাই এইসব দুর্ঘটনা থেকে কিছুটা মুক্তি পাওয়ার লক্ষ্যে মেলা প্রাঙ্গণেই অভিনব কর্মশালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক নীতিন সিংহানিয়া, আই এম এ মালদার সভাপতি ডাঃ তাপস চক্রবর্তী, মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শুভজিৎ দাস প্রমূখ।