ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ফালাকাটা দুই নম্বর লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির।

0
440

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ফালাকাটা দুই নম্বর লোকাল কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, শীত বস্ত্র বিতরণ,বসে আঁকো প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার ফালাকাটা ব্লকের দেওগাঁও দুই নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান।সংগঠন সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এরপর উদ্বোধনী সঙ্গীতের পর রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।এদিনের শিবিরে বীরপাড়া ব্লাড ব্যাংকের সহযোগিতায় মোট পয়তিরিশ ইউনিট রক্ত সংগৃহীত হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে একটি শোভাযাত্রা দক্ষিণ দেওগাঁও এর বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দিনের বেলা অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। সন্ধায় অনুষ্ঠিত হবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও এলাকার সফল শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। রাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে জানান সংগঠনের লোকাল সম্পাদক সুশান্ত বর্মন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বস্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।