হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজে সরস্বতী পুজো।

0
451

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বাগদেবীর আরাধানায় মাতলো ছাত্রছাত্রীরা। তবে শুধু ছাত্রছাত্রীরা কেন, সরস্বতী পুজোর সঙ্গে আপামর বাঙালির এক অন্য আবেগ জড়িয়ে রয়েছে। কর্মব্যস্ততায় পুজোতে অংশ নেওয়ার সুযোগ না পেলেও সমস্ত বাঙালির কাছেই ছোটবেলার সরস্বতী পুজোর স্মৃতি সততই মধুর। বিশেষ করে প্রতিটি স্কুলে বা কলেজে নিজেদের মতো করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। 2020 সালের পর থেকে করোনা অতিমারীর জন্যে লকডাউনে স্কুল-কলেজগুলি বন্ধ ছিল। আবার 2022 সালে স্কুল খুললেও করোনা আতঙ্কে ছাত্রছাত্রীরা সরস্বতী সেভাবে অংশ নিতে পারেনি। সবমিলিয়ে অতিমারীর কাঁটা সরিয়ে চলতি বছরেই ফের স্কুল-কলেজে পুরনো ছন্দে ফিরে এসেছে বাগদেবীর বন্দনা। তাই বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজে সরস্বতী পুজোয় আনন্দে মাতোয়ারা কলেজ পড়ুয়ারা। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত হেতমপুর কৃষ্ণ চন্দ্র কলেজ প্রাঙ্গণে সরস্বতী পুজোর প্যাণ্ডেল সুসজ্জিত করা হয়েছে। এই কলেজের ছাত্রছাত্রী ছাড়াও দূর দূরান্ত থেকে বহু ছাত্রছাত্রীরা এখানে এসে আনন্দ উপভোগ করছে। সারা বছর পড়াশুনার মধ্যে থেকে আজ এমন একটি দিনে সকলে মিলিত হচ্ছে এখানে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সেখ আলী জানান, আমরা বিগত দু’বছর করোনা অতিমারির জন্য জাঁকজমক ভাবে পুজোর আয়োজন করতে পারিনি। তবে এ বছরও করোনা আবহ কাটিয়ে আমরা জাঁকজমক ভাবে পুজোর আয়োজন করেছি। আজকের দিনে সমস্ত ছাত্রছাত্রী আনন্দ করছে খুব ভালো লাগছে। অন্যদিকে প্রাক্তন ছাত্রী মহিমা ঘোষ জানান, এটা আমাদের কলেজের পুজো। প্রতিবছর এখানে আসি। বন্ধুবান্ধবীদের সাথে মিলিত হয় আজকের দিনে।