নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- চাকদাহ রেল হকার্স ইউনিয়ন বেশ কয়েকদিন আগে নোটিশ পায় তাদের২৮-১-২০২৩ রেলতরফে বলা হয় রেলের চাকরি থেকে দোকানপত্র গুটিয়ে নেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আজ অবস্থান বিক্ষোভ করে রেল হকার্স ইউনিয়ন আইএনটিসি ইউ ও ব্যবসায়িক সমিতি যতক্ষণ তাদের দাবি না মিটবে অবস্থান চালিয়ে যাবে। রেল কর্তৃপক্ষ তাদের আলোচনায় বসার ডাকা হয় তারা একটা লিখিত দাবি জমা দেয় বিকল্প জমি না দিলে উচ্ছেদ করা যাবে না বলে জানায়। রেল কর্তৃপক্ষ তাদের দাবি সম্মিলিত কাগজটি ডিআরএম এর কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয় তখন অবস্থান বিক্ষোভ রেল হকার্স ইউনিয়ন তুলে নেয়।