ইভটিজিং প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় ওই ছাত্রীর দাদা ও পরিবারের লোকজন।

0
151

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- — সরস্বতী পূজার রাতে সরস্বতী প্রতিমা ও মেলা দেখতে গিয়ে ইভটিজিং এর শিকার এবার মাধ্যমিক পরীক্ষার্থী। জানা যায় সরস্বতী পূজা দেখতে যাই পরিবার সহ বন্ধু-বান্ধবের সাথে পূজো দেখতে গিয়ে ইভটিজিং এর শিকার হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী বলে অভিযোগ । ওই ইভটিজিং প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয় ওই ছাত্রীর দাদা ও পরিবারের লোকজন। হামলার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। জার জেরে ব্যাপক চাঞ্চল ছড়ায়ছে মালদহের হবিবপুর থানার আইহো নমোটলা এলাকায়। আহতদের চিকিৎসার জন্য গ্রামীণ হাসপাতালে বর্তমানে পাঠানো হয়েছে। হামলার মেয়ে দাদা ও কাকিমা আহত হয়েছেন বলে অভিযোগ। ঘটনার তদন্তে হবিবপুর থানার পুলিশ। ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যর মারধর ও হামলার অভিযোগ অস্বীকার করেছে
জানা যায় ওইদিন গোলমাল থামাতে গিয়েছিল পাল্টা দাবি অভিযুক্ত নেতার। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল হবিবপুরের আইওতে।