নাওশাদ সিদ্দিকীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপি সংখ্যা লঘু মোর্চা কমিটি।

0
155

নিজস্ব সংবাদদাতা, মালদা—আই এস এফ বিধায়ক নাওশাদ সিদ্দিকীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিজেপি সংখ্যা লঘু মোর্চা কমিটি।শনিবার, দুপুর নাগাদ এনায়েতপুর বাজার এলাকায় মানিকচক ব্লক বিজেপি সংখ্যা লঘু মোর্চার তরফে বিক্ষোভ সমাবেশ হয়।এদিন উপস্থিত ছিলেন দক্ষিন মালদা বিজেপি সংখ্যা লঘু মোর্চা সভাপতি আব্দুর সালাম সহ ব্লক নেতৃত্ব।যদিও এদিনের বিক্ষোভ সমাবেশে সংখ্যা লঘু কর্মীদের উপস্থিতি হার অনেকটাই কম লক্ষ্য করা যায়।এবিষয়ে সংখ্যা লঘু মোর্চা সভাপতি আব্দুর সালাম জানান,রাজ্য বিজেপি সংখ্যা লঘু মোর্চা কমিটির নির্দেশে আমরা এনায়েতপুর অঞ্চলে বিক্ষোভ সমাবেশ করলাম।তবে হঠাৎ করে বিক্ষোভ সমাবেশ করাই তুলনা মূলকভাবে সংখ্যা লঘু কর্মীদের উপস্থিত হার অনেকটাই কম।পরবর্তীতে বড়সর বিক্ষোভ করা হবে।