বাঁকুড়ায় জয় জোহার মেলা।

0
138

সুদীপ সেন, বাঁকুড়া:- আদিবাসী শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গ সরকার জয় জোহার মেলার আয়োজন করে আসছে।

প্রতিবছর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই মেলা অনুষ্ঠিত হয়।

আদিবাসী অধ্যুষিত বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের কাশী হীড় মাঠে জয় জোহার মেলার উদ্বোধন হলো ২৮ শেষ জানুয়ারি , চলবে ৩০ শে জানুয়ারি পর্যন্ত।

এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালতোড়ার সমষ্টি উন্নয়ন আধিকারীক শ্রীযুক্ত মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, ওসি শালতোড়া বিন্দেশ্বর গরাই, বি,সি,ডাব্লিউ অফিসার শুভব্রত মন্ডল, বিশিষ্ট শিক্ষাবিদ নবীন বেসরা, কালীপদ টুডু এবং অন্যান্য গুণীজনেরা।

প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলার সূচনা করেন বিশিষ্ট জনেরা।

মেলার উদ্বোধনী দিনে আদিবাসী নৃত্য, শিশুদের প্রশ্নোত্তর প্রতিযোগিতা এবং আদিবাসী সমাজের নানা কুসংস্কার বিষয়ে সচেতনতা মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এই মেলাকে ঘিরে আদিবাসীদের এবং সাধারণ মানুষদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।