দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্বের প্রাচীন সংস্কৃতিগুলির মধ্যে একটি সংস্কৃতি হল এই বাংলার সংস্কৃতি। কিন্তু কালের নিয়মে এই বাংলা থেকে অনেক সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে বা হারিয়ে গেছে। যেমন বিয়ে বাড়ির উপহার পরম্পরা। সুদূর অতীতে এই বাংলার কন্যাদায়গ্রস্থ পিতারা তার মেয়ের মঙ্গল কামনা চেয়ে অতিথি অভ্যাগতদের হাতে একটি কবিতা সম্বলিত একটি পত্র তুলে দিতেন যাকে বলা হয় উপহার। কিন্তু কালের নিয়মে এই পরম্পরাটি বাংলার বুক থেকে হারিয়ে গেছে। আর সেই প্রাচীন পরম্পরা আর একবার নিদর্শন দেখা গেল বালুরঘাটে। বালুরঘাটের বাসিন্দা, দিলীপ কুমার মজুমদার তার মেয়ের বিয়েতে এই প্রাচীন পরম্পরাকে আবার সাধারণ মানুষের সামনে তুলে ধরলেন। তিনি আগত অতিথি অভ্যাগতদের একটি করে উপহার পত্র তুলে দেন। যাতে দিলীপ বাবুর মেয়ের জামাইয়ের মঙ্গল কামনায় লেখা ছিল দুটি কবিতা। বাংলার প্রাচীন সংস্কৃতিকে ফিরিয়ে আনতে দিলীপবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আগত অতিথিরা।
Home রাজ্য উত্তর বাংলা বালুরঘাটের বাসিন্দা, দিলীপ কুমার মজুমদার তার মেয়ের বিয়েতে এই প্রাচীন পরম্পরাকে আবার...