শুরু হয়েছে সিক-পিট লাইন তৈরির কাজ, কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

0
151

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৮জানুয়ারী— রেল স্টেশনে শুরু হয়েছে সিক-পিট লাইন তৈরির কাজ। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এদিন স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের কাছেই সেই লাইন তৈরির কাজ খতিয়ে দেখেন সুকান্ত মজুমদার । তিনি বিষয়টি নিয়ে ডিআরএম’এর সঙ্গে বিস্তর আলোচনাও করেন ।
জানাগেছে, ‘স্টেশনের পাশেই বগি ধোয়া ও রক্ষণাবেক্ষণের জন্য সিক ও পিট লাইন তৈরি করার কাজ চলছে। মার্চের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন সাংসদ । পাশাপাশি, মাঝে কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। সেখানে ভবিষ্যতে গুরুত্ব অনুযায়ী গুডস শেড তৈরি করা হতে পারে। যা এখন আদিনা ও বারসোই স্টেশনে রয়েছে। তাছাড়াও, প্ল্যাটফর্মের সৌন্দর্য ও দৈর্ঘ্য বৃদ্ধি, রিটায়ারিং রুম তৈরি সহ একাধিক কাজ রয়েছে।
সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘সিক ও পিট লাইন তৈরির জন্য দ্রুত কাজ চলছে। এটি তৈরি হলে দূরপাল্লার ট্রেন পাওয়ার পথ খুলে যাবে।
***