দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- “মমতা ব্যানার্জি গাছের গোড়া কেটে মাথায় জল ঢালছেন”। উদ্বাস্তু সমস্যার সমাধানে মমতা ব্যানার্জির ভূমিকা এমনটাই। বুনিয়াদপুরে এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি উদ্বাস্ত সেলের উত্তরবঙ্গ জন কনভেনার বাবুলাল বালা। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয়ে উদ্বাস্তু সেলের বিশেষ সাংগঠনিক বৈঠক আয়োজিত হয়। উদ্বাস্তু সমস্যা সমাধানে মমতা ব্যানার্জির ভূমিকা কুমিরের কান্নার মত। মমতা ব্যানার্জি উদ্বাস্তুদের প্রধান দাবি নাগরিকত্ব প্রদানের বিরোধিতা করছেন। পাশাপাশি ভুল বুঝিয়ে উদ্বাস্তু সমাজকে বিপথে চালিত করার ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বুনিয়াদপুরে এমনটাই দাবি করেন উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গ জন কনভেনার বাবুলাল বালা। জানা গেছে সমগ্র উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিজেপি উদ্বাস্তু সেলের বৈঠক শুরু হয়েছে একাধিক দাবি-দাওয়া পূরণের লক্ষ্যে। সেইমতো বুনিয়াদপুরেও পূর্ব নির্ধারিত কর্মসূচি পালিত হয় রবিবার। উদ্বাস্তু সেলের উত্তরবঙ্গ জন কনভেনার বাবুলাল বালা ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ একাধিক প্রথম সারির নেতৃত্বরা।
Home রাজ্য উত্তর বাংলা উদ্বাস্তু সমস্যা সমাধানে, মুখ্যমন্ত্রীর ভূমিকা কুমিরের কান্নার মত বুনিয়াদপুরে দাবী বাবুলাল বালার।