পথের অবলা প্রাণীদের চিকিৎসা দিতেও চালু হল বাইক অ্যাম্বুল্যান্স।

0
327

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: – পথের অবলা প্রাণীদের চিকিৎসা দিতেও চালু হল বাইক অ্যাম্বুল্যান্স। রাজ্যের মধ্যে প্রথম ফালাকাটায় পশুদের চিকিৎসার জন্য চালু হল বাইক অ্যাম্বুল্যান্স। পিপল ফর অ্যানিমালের ফালাকাটা ইউনিটের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হয়। ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা-সহ শহরের আরও বেশ কিছু ক্লাব, পশুপ্রেমীদের আর্থিক সাহায্যে একেবারে অত্যাধুনিক এই অ্যাম্বুল্যান্স চালু করা হবে। রবিবার এই অ্যাম্বুল্যান্স পরিষেবার উদ্বোধন করা হয়। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার ছিলেন ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ মুহুরী সহ অনেকেই। পিএফএ’র ফালাকাটা ইউনিটের সভাপতি শুভদীপ নাগ বলেন, “দীর্ঘদিন ধরেই রাস্তার পশু, পাখি নিয়ে কাজ করছি। কিন্তু আহত, অসুস্থ পশুপাখিদের চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে নানা সমস্যার সন্মুখীন হয়েছি। তবে পদ্মশ্রী করিমুল হকের অ্যাম্বুল্যান্স দেখার পরেই পথ পশুদের জন্য এমন অ্যাম্বুল্যান্স চালু করার চিন্তাভাবনা করি। এক বছর ধরে ফালাকাটা ব্লক প্রশাসন, পুরসভা, একাধিক সহৃদয় ব্যক্তির সাহায্যে অবশেষে অ্যাম্বুল্যান্স তৈরি করতে পেরেছি। একেবারে বিনামূল্যে পথ পশু, পাখিদের আমরা ২৪ ঘন্টাই শুশ্রূষা করার পরিষেবা দেব।