নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ তিনদিনের সুবর্ণজয়ন্তী পূর্তি ও পুনর্মিলন উৎসব শুরু হল বাঁকুড়া জেলার ইন্দপুর বনকাটা শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ে ।আজ রবিবার সকাল১১টা নাগাদ বিদ্যালয়ের ছাত্রীরা মাথায় মঙ্গলঘট নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বনকাটা গ্রাম পরিক্রমা করে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে উৎসব শুরু হয় বনকাটা শ্রীদূর্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। বিদ্যালয় প্রাঙ্গণে সুবর্ণজয়ন্তী পতাকা উত্তোলন করে অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবের শুভ সূচনা করেন ইন্দপুরের বিডিও সৌমেন দাস, বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য এবং জমিদাতা সুচারুণমোহন পাইন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকগন। বনকাটা শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার পন্ডা জানান, ১৯৬৯ সালে এই স্কুল প্রতিষ্ঠিত হয়। গত দুবছর করোনা কারণে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান করা যায়নি। এবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী পূর্তি ও পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে বিদ্যালয়ের বর্তমান সহ বহু প্রাক্তন ছাত্র- ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা সহ অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উৎসব চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।