দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- এ যুগ তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে জানার কৌতূহলটাই তো আধুনিকতার লক্ষণ। জ্ঞানচর্চাকে নীরস না ক’রে আকর্ষণীয় ক’রে তোলার ব্যাপারে কুইজের তুলনা নেই। এ ভাবনা মাথায় রেখেই সরস্বতী পুজো উপলক্ষে শনিবার সন্ধ্যেয় বীরভূম জেলার দুবরাজপুরের প্রতাপ সংঘের পরিচালনায় ও সুরুচি ক্যাটারারের কর্ণধার অনল চ্যাটার্জির উদ্যোগে এবং বিশিষ্ট শিক্ষক তথা সুপরিচিত ক্যুইজ মাষ্টার সৌমেন মুখার্জির সঞ্চালনায় ‘স্টুডেণ্ট অফ দ্য ইয়ার ২০২৩’ রিয়েলিটি শো’র আয়োজন করা হয়। মূলত দুবরাজপুরের ছাত্রছাত্রীদের নিয়েই এই রিয়েলিটি শো’র আয়োজন। এই প্রতিযোগিতায় ৬ টি গ্রুপে মোট ১২ জন অংশগ্রহণ করে। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি অডিশন নেওয়া হয়েছিল। সেই অডিশন পর্বে ২৩ টি গ্রুপ অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ টি গ্রুপ ফাইনাল রাউণ্ডে পৌঁছায়। এদিন চারটি রাউণ্ডে এই প্রতিযোগিতা হয়। সেগুলি হল খেলার ছলে খেলা ঘরে, গানের ভুবন ভরিয়ে দেবো, রেপিড ফায়ার, বাজার। প্রতিটি রাউণ্ডে যে গ্রুপ সবথেকে বেশি স্কোর করে তাঁদেরকে উদ্যোক্তাদের পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়। এরকম রিয়েলিটি শো প্রতাপ সংঘে প্রথম হল বলে জানা যায়। তবে দর্শকদের ভালো সাড়া পাওয়া গিয়েছে। এদিন গানের ভুবন ভরিয়ে দেবো রাউণ্ডে সংগীত শিল্পী অনুষ্কা চ্যাটার্জি নিজ কণ্ঠে গান করেন এবং প্রতিযোগীরা তাঁর প্রশ্নের সম্মুখীন হয়। সবশেষে চারটি রাউণ্ডে চ্যাম্পিয়ন হয় মনিদিপা মণ্ডল ও সুরজিৎ পাল এবং রানার্স হয় ঐশী মণ্ডল ও ঋষিন মণ্ডল। চ্যাম্পিয়ন ও রানার্সদের ট্রফি প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য প্রতিযোগীদের একটি মেডেল দিয়ে সম্মানিত করা হয়। তাছাড়াও চ্যাম্পিয়ন মনিদিপা মণ্ডল ও সুরজিৎ পালকে বহু আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়। ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে মনিদিপা মণ্ডল ও সুরজিৎ পাল জানাই, আমরা ভাবতেই পারিনি যে চ্যাম্পিয়ন হব। তবে এরকম অনুষ্ঠানে যোগদান করে খুবই ভালো লাগল। সর্বপরি অনেক কিছু শেখা গেল। পাশাপাশি রানার্স ঐশী মণ্ডল ও ঋষিন মণ্ডল জানাই, এরকম অনুষ্ঠান করার জন্য সৌমেন স্যার ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। কারন আমাদের বয়সীদের এরকম রিয়েলিটি শো কোনদিন হইনি। তবে দুবরাজপুরের বুকে এরকম অনুষ্ঠান হওয়ায় আমরা খুব আনন্দিত। অন্যদিকে বিশিষ্ট শিক্ষক তথা সুপরিচিত ক্যুইজ মাষ্টার সৌমেন মুখার্জি জানান, ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। বিগত দু’বছর করোনা অতিমারির জন্য এরকম অনুষ্ঠান করা যাইনি। তবে আজকে এই অনুষ্ঠানে দেখতে পেলাম ছাত্রছাত্রীদের মধ্যে কিছু করে দেখানোর ইচ্ছা শক্তি রয়েছে।