হরিরামপুর ২৯ শে জানুয়ারি হরিরামপুর জোনের জোনাল স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে ।

0
428

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হরিরামপুর ২৯ শে জানুয়ারি হরিরামপুর জোনের জোনাল স্পোর্টস মিট অনুষ্ঠিত হলো দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে । এদিন হরিরামপুর ব্লকের ছয়টি গ্রাম পঞ্চায়েতের মোট দশটি স্কুল এই জোনাল স্পোর্টসে অংশগ্রহণ করে, এদিন এই জোনাল স্পোর্টসের শুভ সূচনা করেন হরিরামপুর ব্লকের বিডিও পবিত্রা লামা ও দানগ্রাম ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় এর পরিচালন কমিটির সভাপতি নারায়ণ সরকার । এই জোনাল স্পোর্টস মিটের অঙ্গ হিসেবে এদিন প্রথমে হরিরামপুর বাস স্ট্যান্ড থেকে একটি মশাল দৌড়ের আয়োজন করা হয় । ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা দেখতে ভিড় জমান এলাকার ক্রীড়া প্রেমী মানুষজন ।