হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া ও আতঙ্কের পরিবেশ গড়বেতাতে গড়বেতার কুরচিডাঙ্গায়।

0
264

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুরের হাতির পাল ঢুকতেই হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়, জানা গিয়েছে গড়বেতার কুরচিডাঙ্গা এলাকায় রামচন্দ্র সরেন নামে ৩১ বছর বয়সী ব্যক্তির হাতির হানায় মৃত্যু হল শনিবার রাত্রি নাগাদ, পরিবারের অভিযোগ হাতি এলাকায় প্রবেশ করেছে বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্ক করা হয়নি। যদিও শাসক দলের ব্লক সভাপতি তরফ থেকে জানানো হয়েছে বনদপ্তর এলাকায় প্রচার করলেও কিছু কিছু জায়গায় হয়তো সে প্রচার পৌঁছায়নি, পুরো ঘটনায় এলাকায় শোকের ছায়া,পরিবারের দাবি সরকারি সাহায্য দেওয়া হোক, গোটা ঘটনা নজরদারি চালাচ্ছে বনদপ্তর হাতির পালটিকে ফের ঝাড়গ্রামের দিকে পাঠানোর চেষ্টা চলছে বনদপ্তরের পক্ষ থেকে।

হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া ও আতঙ্কের পরিবেশ গড়বেতাতে গড়বেতার কুরচিডাঙ্গায়।


পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বাঁকুড়া জেলা থেকে পশ্চিম মেদিনীপুরের হাতির পাল ঢুকতেই হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির, ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকায়, জানা গিয়েছে গড়বেতার কুরচিডাঙ্গা এলাকায় রামচন্দ্র সরেন নামে ৩১ বছর বয়সী ব্যক্তির হাতির হানায় মৃত্যু হল শনিবার রাত্রি নাগাদ, পরিবারের অভিযোগ হাতি এলাকায় প্রবেশ করেছে বনদপ্তরের পক্ষ থেকে এলাকায় সতর্ক করা হয়নি। যদিও শাসক দলের ব্লক সভাপতি তরফ থেকে জানানো হয়েছে বনদপ্তর এলাকায় প্রচার করলেও কিছু কিছু জায়গায় হয়তো সে প্রচার পৌঁছায়নি, পুরো ঘটনায় এলাকায় শোকের ছায়া,পরিবারের দাবি সরকারি সাহায্য দেওয়া হোক, গোটা ঘটনা নজরদারি চালাচ্ছে বনদপ্তর হাতির পালটিকে ফের ঝাড়গ্রামের দিকে পাঠানোর চেষ্টা চলছে বনদপ্তরের পক্ষ থেকে।