সুদীপ সেন, বাঁকুড়া:- কয়েক হাজার মানুষের গভীর উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের জয় জোহার মিলন মেলাটি সমাপ্ত হলো তিলুড়ী গ্রাম পঞ্চায়েতের কাশি হীড় মাঠে।
মিউজিক্যাল চেয়ার, তীর নিক্ষেপ, ফুটবল প্রতিযোগিতা, লাগাড়ে নৃত্য প্রভৃতি এই মেলার আকর্ষণ ছিল।
প্রদর্শিত হয় আদিবাসী হস্ত শিল্প ও বুক স্টল।
এই মেলায় উপস্থিত ছিলেন শালতোড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীযুক্ত মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, ওসি শালতোড়া বিন্ন্দেশ্বর গরাই, বি, সি, ডাব্লিউ অফিসার শুভব্রত মন্ডল, নবীন বেসরা,জেলা পরিষদ সদস্য মনি মান্ডি,এই মেলার অন্যতম সদস্য কালীপদ টুডু, ও অসংখ্য গুণী ব্যক্তি গণ।
প্রবল উত্তেজনা ও জমজমাট অনুষ্ঠান হয় প্রায় ৩০ টির ওপর আদিবাসী দলের নৃত্য।
এরপর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।