নিজস্ব সংবাদদাতা, মালদা:- সরলা ধর্মকে স্বীকৃতি দেওয়াসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মশাল মিছিল করলো আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযানের মালদা জেলার সদস্যরা। সোমবার দুপুরে এই মিছিলটি মালদা শহর পরিক্রমা করে জেলাশাসকের অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। এরপরই ওই সংগঠনের পক্ষ থেকে তাদের দাবি দাওয়ার বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের কাছে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়।
আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হাঁসদা জানিয়েছেন, তাদের ধর্মের ঈশ্বরকে ঝাড়খন্ড সরকার একটি সম্প্রদায়ের কাছে তুলে দিয়েছে। সেটা আমরা কোনভাবেই মেনে নিব না। তাই দেশের পাঁচটি রাজ্যে এই বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে। এছাড়াও সরলা ধর্মের স্বীকৃতির দাবি আমরা করেছি। এরকমই বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়গুলি নিয়েই এদিন মশাল মিছিল করা হয়েছে। যদি আমাদের দাবির বিষয়গুলি গুরুত্ব দিয়ে না দেখা হয়, তাহলে আগামী ১১ ফেব্রুয়ারি সড়ক এবং রেল রকো অভিযানে সামিল হবে আদিবাসীদের এই সংগঠন। সেখান থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে।
Home রাজ্য উত্তর বাংলা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মশাল মিছিল করলো আদিবাসীদের বৃহৎ সংগঠন আদিবাসী সিঙ্গেল অভিযানের...