বিভিন্ন দাবি নিয়ে কংগ্রেস কমিটির স্মারক।

0
245

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিভিন্ন দাবি নিয়ে কংগ্রেস কমিটির স্মারক। সোমবার মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে ক্রান্তিতে অবস্থিত ঝাড়মাঝ গ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির customer দের জমানো টাকা ফেরৎ দিচ্ছেন না। হয়রানির শিকার হচ্ছেন তাঁরা।কারো বোনের বিয়ে কারো বাড়িতে অসুস্থ রুগি তবুও তাদের জমানো টাকা পাচ্ছেন না। এমনটাই অভিযোগ। একসময় কৃষকদের স্বার্থে ন্যায্য মূল্য রাসায়নিক সার বিক্রয় করা হলেও বর্তমানে সেটিও বন্ধ। তাঁরই প্রতিবাদে জলপাইগুড়ি সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে chairman এর নিকট স্মারকলিপি প্রদান করা । যদিও চেয়ারম্যান এর অনুপস্থিতিতে বাংকের osd নিকট সারকটি তুলে দেবার হয়েছিল।মাল ব্লক কংগ্রেস কমিটির তরফে ক়ংগেস কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।