বয়ঃসন্ধিকালীন এবং অপ্রাপ্তবয়স্ক গর্ভবতী হওয়া রোধ করতে অন্বেষা কাউন্সিলার এবং ব্লকের স্তরের মেডিকেল অফিসারদের নিয়ে ওয়ার্কশপ।

0
366

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বয়ঃসন্ধিকালীন এবং অপ্রাপ্তবয়স্ক গর্ভবতী হওয়া রোধ করতে অন্বেষা কাউন্সিলার এবং ব্লকের স্তরের মেডিকেল অফিসারদের নিয়ে ওয়ার্কশপ আয়োজিত হলো জলপাইগুড়িতে। জেলার স্বাস্থ্য দপ্তর এবং ইউনিসেফ -অ্যাকশন এইড এর উদ্যোগে আয়োজিত হলো এই কর্মশালা। জেলা স্বাস্থ্যভবনের ডিআরএস হলে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাঃ মৃদুল ঘোষ, সহকারী মুখ্যস্বাস্থ্য আধিকারিক ২ ডাঃ সুদীপ্ত মণ্ডল, ডিপিএইচএনও রত্না কর্মকার, ইউনিসেফ অ্যাকশন এইডের জেলা কো-অর্ডিনেটর সন্ধ্যা ছেত্রী, স্কুল সেফটি কো-অর্ডিনেটর নব্যেন্দু মৌলিক প্রমুখ। কর্মশালায় বয়ঃসন্ধিকালীন শিশুদের মানসিক স্বাস্থ্য, অল্প বয়সে গর্ভাবস্থা রোধ এবং নাবালিকা গর্ভবতী হলে কি করনীয় তা নিয়ে আলোচনা হয়। শিবিরে জেলার সকল ব্লকের অন্বেষা কাউন্সিলার এবং মেডিকেল অফিসারা উপস্থিত ছিলেন।