জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্রী দের মধ্যে খেলাধুলার উৎসাহ বৃদ্ধির উদ্দেশ্যে জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে। এদিন অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করা হয় , এবং তারপর বিদ্যালয়ের অতিথিদের বরণ করে নেওয়া হয়। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদায়ালয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট তপন ব্যানার্জি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুদীপ্তা সিকদার। এরপর বিদ্যালয়ের ছাত্রীরা মাঠ পরিক্রমা করে এবং শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ছোট ছোট মেয়েদের জন্য ছিল লজেন্স কুরোনো দৌড়, প্রসাদ পরিধান দৌড় , ৫০ মিটার দৌড় মিটার ১০০ মিটার এবং ২০০ মিটার দৌড়। এ বিষয়ে জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিকা সুদীপ্তা সিকদার জানান আজ আমাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ছাত্রীদের মধ্যে খেলাধুলার ভালোবাসা গড়ে তোলার জন্য আমাদের এই উদ্যোগ। অপরদিকে জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় এর গোভান নিং বডির প্রেসিডেন্ট তপন ব্যানার্জি জানান আজকে আমাদের বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দু’বছর করোনার কারণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে পারেনি আবার দু’বছর পর মাঠে ফিরে খুব ভালো লাগছে।
Home রাজ্য উত্তর বাংলা জলপাইগুড়ি সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।