দিদির দূতের পিওসি মেম্বারদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

0
200


মনিরুল হক, কোচবিহার: প্রান্তিক বাজারে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির অধীনে অঞ্চলে একদিন কর্মসূচি সমাপ্ত হলো পুটিমারি এক গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার সকালে প্রান্তিক বাজারে এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

এদিন সেখানে তিনি ছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা ১ বি ব্লক তৃণমূলের সভাপতি অনন্ত কুমার বর্মন, দিনহাটা শহর ব্লক তৃণমূলের সভাপতি বিশু ধর সহ সংশ্লিষ্ট ঐ গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অঞ্চল সভাপতি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব। এদিন সেখানে দলীয় পতাকা উত্তোলনের পর দিদির দূতের পিওসি মেম্বারদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। বৈঠকের পর তাদের হাতে দলের তরফ থেকে পাঠানো প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় বলে জানা গেছে। পরবর্তী সময়ে এই দিদির দূতরা সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা সবাই পাচ্ছেন কিনা সেই খোঁজখবর নেবেন এবং দিদির দূত সম্বলিত একটি অ্যাপ রয়েছে তাতে সমস্ত তথ্যাদি লিপিবদ্ধ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য সোমবার সকাল থেকেই পুটিমারী এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অঞ্চলে একদিন কর্মসূচি আয়োজিত হয়। ওই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে সমস্যা সবকিছুই শোনেন এলবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি পরে বিকেল নাগাদ পুঁটিমারী ১ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বসে জনসংযোগের মাধ্যমে উঠে আসা বিভিন্ন অভাব অভিযোগগুলি নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ প্রধান সহ অন্যান্যদের নিয়ে বৈঠক করেন। যাতে দ্রুত বিভিন্ন সমস্যা অভাব অভিযোগগুলি নিষ্পত্তি করা যায় সেই লক্ষ্যে এই বৈঠক বলে জানা যায়। পরে ওই এলাকারই এক দলীয় কর্মীর বাড়িতে রাত্রি বাস করেন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন অর্থাৎ মঙ্গলবার সকালে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সেই কর্মসূচি সমাপ্ত হয় বলে জানা গেছে। প্রসঙ্গত ইতিমধ্যেই এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় অঞ্চলে একদিন কর্মসূচি ভিলেজ ১ অঞ্চলে পালন করেছেন এরপরেই তাকে পুটিমারি ১ অঞ্চলে এই কর্মসূচি পালনের দায়িত্ব দেওয়া হয় বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়।