ফুটব্রিজ তৈরির উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভা।

0
215

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আত্রাই খাঁড়ির ওপর একটি ফুট ব্রিজ তৈরি করা হয়েছিল। কালের নিয়মে সেই ফুট ব্রিজটি ভেঙে যায় বেশ কয়েক বছর আগে। তারপর থেকেই বালুরঘাট বাসির দাবি ছিল ওই ফুট ব্রিজটি পুনরায় তৈরি করতে হবে। বালুরঘাট পৌর নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় যে পৌরসভার ক্ষমতায় এলে তারা এই ফুট ব্রিজ পুনরায় তৈরি করে দেবে। পৌর নির্বাচনের সময় ব্যাপক সংখ্যক জনপ্রতিনিধি নিয়ে বালুরঘাট পৌরসভার ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। ক্ষমতা লাভের পর এবার প্রতিশ্রুতি পালনের পালা। সেই মতো ফুটব্রিজ তৈরির উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভা। আর সেই ফুটব্রিজ তৈরির শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মালদার গাজলে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। তিনি এই ফুট ব্রিজ তৈরির শিলান্যাস করবেন। সোমবার রাতে সাংবাদিকদের এমনই তথ্য জানান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র।

বাইট অশোক মিত্র