বাঁকুড়া পুলিশের তরফ থেকে সর্বসাধারণের জন্য নতুন উপহার ‘ সায়র বীথি পার্ক ‘ ।

0
268

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘সেফ ড্রাইভ সেভ লাইফের’ থিম কে সামনে রেখে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে পাত্রসায়ের থানার পরিচালনায় একটি ট্রাফিক পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন আজ হলো । সর্বজনসম্মতিক্রমে এই পার্কের নাম রাখা হয়েছে ‘ সায়র বীথি ‘ । আজকে এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধনে বাঁকুড়ার পাত্রসায়ের থানায় বাঁকুড়া জেলার পুলিশ মহলের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা গেল । উপস্থিত ছিলেন বাঁকুড়া বিভাগের আইজি মিরাজ খালিদ , বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি , অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীন) গণেশ বিশ্বাস , বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক কুতুবুউদ্দিন খান , পাত্রসায়ের থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ পাল , ইন্দাস থানার ওসি সোমনাথ পাল , পাত্রসায়ের বিডিও নিবিড় মন্ডল সহ আরো অনেকে । এদিন এই পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন কর্মসূচিতে পাত্রসায়ের স্থানীয় অনেক মানুষজনও সমবেত হয়েছিলেন । পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এই পার্ক বয়স্ক থেকে শিশু সর্বসাধারণের জন্য আজ থেকে আনুষ্ঠানিক চালু হলো । বাঁকুড়া বিভাগের আইজি মিরাজ খালিদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান এই পার্কে দুর্ঘটনাকে এড়ানোর জন্য অনেক সচেতনতামূলক বার্তা বিভিন্ন থিম এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে , আনন্দ উপভোগের পাশাপাশি জনসচেতনতাও তাদের মূল লক্ষ্য । শৈশবকে উপভোগ করতে বা বার্ধক্যকালীন একটু আনন্দকে খুঁজে পেতে এই পার্কে আসা যেতেই পারে । জেলা পুলিশের তরফ থেকে এই ধরনের উপহার পেয়ে বেজায় আপ্লুত সমগ্র পাত্রসায়ের বাসি ।