পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনা ১০০ দিনের কাজের পরে এবার রাজ্যের মিড ডে মিলের হাল খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল। এরাই মাঝে মঙ্গলবার মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে পৌঁছেছে কেন্দ্রীয় দল। নিম্নমানের মিড ডে মিলের অভিযোগ খতিয়ে দেখতে বাংলায় যখন ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় দল, তখনই মিড ডে মিলে আরশোলা পড়ার অভিযোগ উঠল। চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধামকুরিয়া শিশু শিক্ষা কেন্দ্রে, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, সূত্রে জানা যায় ওই শিশু শিক্ষা কেন্দ্রের এক শিশুর খাবার নিতে আসে এক অভিভাবক এরপর খাবার নিয়ে যেয়ে বাড়িতে যেয়ে দেখে আস্ত একটি আরশোলা খাবারের মধ্যে, এরপরেই ওই খাবার নিয়ে বিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে গেলে তারা ভুল স্বীকার করে নেয় এবং যারা যারা খাবার নিয়ে গেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে মিড ডে মিলের খাবার খেতে বারণ করা হয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা মিড ডে মিলে আরশোলা পড়ার অভিযোগ উঠল চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ধামকুরিয়া শিশু...