হিলি মহিলা রেডিমেড গার্মেন্টসের শুভ দ্বারোদঘাটন ও শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তিওড় কর্মতীর্থে

0
242

হিলি, নিজস্ব সংবাদদাতা : হিলি ব্লকের ৭০ জন স্বনির্ভর দলের মহিলাদের উদ্যোগে আজ তিওড়ের কর্মতীর্থে শুভ দ্বারোদঘাটন ও শুভসূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হিলি মহিলা রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সোসাইটির। এই শুভ সূচনা এবং শুভ দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় স্বপন কুমার প্রামাণিক ম্যানেজার ডিআইসি দক্ষিণ দিনাজপুর, স্বামী দিবাকরানন্দ মহারাজ অধ্যক্ষ ভারত সেবাশ্রম সংঘ তিওড় শাখা, বিশিষ্ট সমাজসেবী বঙ্গরত্ন অমূল্য রতন বিশ্বাস মহাশয়, মাননীয় রাকিবুর রহমান শেখ আইডিও, ডিআইসি, দক্ষিণ দিনাজপুর, উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস, পাম্পি সরকার ডব্লুডিও হিলি ব্লক, অপূর্ব দত্ত সহ আরো অনেকে। সমবেত সংগীতের মাধ্যমে আজকের এই শুভ অনুষ্ঠানের সূচনা করেন হিলি মহিলা রেডিমেড গার্মেন্টসে সংস্থার মহিলা কর্মীবৃন্দ। এই সংস্থার ৭০জন প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা বর্তমানে তারা রেডিমেড পোশাক তৈরি করছেন এবং সেগুলোর বাজারজাতও করছেন। তাদের এই কর্মদক্ষতাকে সমৃদ্ধি করতে বিশেষভাবে সহায়তা প্রদান করছেন জেলা শিল্প কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন আধিকারিকবৃন্দ। হিলি মহিলা রেডিমেড গার্মেন্টস সংস্থার সম্পাদিকা মঞ্জু রবিদাস সহ পাপড়ি কুন্ডু, ঝুমুর ঘোষ, পুষ্পিতা চক্রবর্তী, শেহনাজ মন্ডল, সুজলী পাহান, জয়ন্তী পাহান, পিংকি পাল, রিতা সরকার, কবিতা মাহাতো সহ অন্যান্য সক্রিয় কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টায় হিলি ব্লক সহ দক্ষিণ দিনাজপুর জেলায় আগামীদিনে রেডিমেড গার্মেন্টস শিল্পের নতুন পথ দেখাবে বলে মনে করেন উপস্থিত সকল বিশিষ্ট অতিথিবৃন্দ। আজকের এই শুভ দ্বারোদঘাটন ও শুভ সূচনা অনুষ্ঠানটি সংগঠনের উপস্থিত মহিলা কর্মীরা ‘আমরা করবো জয়’ এই সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন উপস্থিত ব্যক্তিবর্গ ।