মালদহের কালিয়াচক থানার মোজমপুর এলাকা থেকে ৩৩ লক্ষ টাকা উদ্ধার।

0
317

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—মালদহের কালিয়াচক থানার মোজমপুর এলাকা থেকে ৩৩ লক্ষ টাকা উদ্ধার।এতো টাকা এর পেছনে অন্য কোন অবৈধ কারবারের টাকা সঙ্গে যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।


পুলিশ সূত্রে খবর, মাদক পাচারের সঙ্গে ওই ব্যবসায়ী ও তার ভাই জড়িত ছিল বলে অভিযোগ। সেই মাদক পাচারের টাকাই জড়ো করা হয়েছিল বাড়িতে এমনটাই অনুমান। মাদক বিক্রি করে এই টাকা আনা হয়েছিল। জসিমুদ্দিন আহমেদ নামে ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে পুলিশ প্রাথমিকভাবে ওই বিপুল অঙ্কের টাকা পায়। এরপর জসিমুদ্দিন ও তার ভাই রবিউলকে পুলিশ গ্রেফতার করে। তবে এই মাদক কারবারের সঙ্গে আর কেউ যুক্ত কি না তা পুলিশ খতিয়ে দেখছে।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার মোজমপুরে বিপুল পরিমাণ টাকা মজুত করা হয়েছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েই পুলিশ এই বিপুল অঙ্কের টাকা বাজেয়াপ্ত করে। এদিকে পুলিশ ওই বাড়িতে অভিযানে নেমে কার্যত হতবাক হয়ে যায়। মালদার প্রত্যন্ত গ্রামে কোনও বাড়িতে কীভাবে এত বিপুল টাকা এল? সেই প্রশ্নটাও উঠতে শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের খোঁজেও তল্লাশি চালানো হতে পারে।